লোকসভা ভোটে লড়তে চান খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং। তিনি মনোনয়ন পত্র পেশ করার জন্য দিন সাতেকের ‘ছুটি’ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। অমৃতপালের দাবি, তিনি এই দেশের নাগরিক। ভোটে লড়ার অধিকার আছে তাঁরও। তাই জেল কর্তৃপক্ষকে সব বন্দোবস্ত করতে হবে।
গতবছর মার্চ মাসে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার হন খলিস্তানি নেতা অমৃতপাল। তার পর থেকেই অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি তিনি। সম্প্রতি ওই খলিস্তানি নেতার সঙ্গে দেখা করার পরই তাঁর আইনজীবী রাজদেব সিংহ খালসা দাবি করেছেন, পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমৃতপাল।
এবার পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে অমৃতপাল আবেদন করেছেন, খাদুর সাহিব কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার জন্য তাঁকে সাত দিনের জন্য জামিন দেওয়া হোক। শুধু তাই নয়, তাঁর মনোনয়ন পত্রের জন্য যা যা নথিপত্র প্রয়োজন, সেই নথিগুলির বন্দোবস্ত করতে হবে ডিব্রুগড় জেল কর্তৃপক্ষকে।
জেলের ভিতরে গিয়েই তাঁর ছবি তোলা এবং আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করতে হবে।এই বিচ্ছিন্নতাবাদী নেতা লড়বেন দেশের আইনসভার নির্বাচনের জন্য। তিনি নির্বাচিত হলে, সেটা দেশের জন্য কতটা ভালো বিজ্ঞাপন হবে, তা নিয়ে সংশয় রয়েছে।