বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুরের ফুলতলায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। সেখানে জীবনে প্রথম রক্ত দান করলেন বারুইপুরের বিডিও সৌরভ মাঝি।
তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তার নির্দেশে গরমে রক্তের চাহিদা মেটাতে তাঁর অফিসের কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এই শিবিরে মহিলা ও পুরুষ কর্মী মিলে মোট ৬৫ জন রক্ত দান করেন।