বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড-শো আটকে দিল নির্বাচন কমিশন।শুক্রবার পূর্ব বর্ধমানের রায়ান স্কুল মোড় থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শো শুরু হয়। গোটা রায়ান গ্রাম ঘুরে স্কুল মোড়েই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রায়ান দুর্গাতলাতে কমিশনের প্রতিনিধিরা রোড শো আটকে দেয়।
কমিশনের দাবি, রোড-শোয়ের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। ওই সময় পার হয়ে যাওয়ার পরেও বিজেপি প্রার্থী দিলীপ রোড-শো করছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে তারা পদক্ষেপ করেছে। যদিও দিলীপ ঘোষের দাবি, সময় মেনেই প্রচার করা হয়েছে। তবে কমিশনের লোকজন এসে গাড়ি আটকায়।
এদিকে এই রোড শো আটকানো নিয়ে বিজেপির লোকেরা ক্ষোভে ফুঁসে ওঠেন। কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।বিজেপি কর্মী সমর্থকরা কমিশনের প্রতিনিধিদের তৃণমূলের দালাল বলেও চিৎকার করতে থাকে।শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের পদক্ষেপে উত্তেজনার প্রশমন হয়। দিলীপও গাড়ি থেকে নেমে চলে যান।