পুলিশকে মারধর, বিবস্ত্র করার নিদান দেওয়ার পর এ বার রাতে থানা ‘জ্যাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।বৃহস্পতিবারই রোড শো-এ বাধা প্রসঙ্গে পুলিশকে তুলোধোনা করেছিলেন দিলীপ ঘোষ। আইসিকে বেলাগাম আক্রমণ করেন তিনি।
বলেন, “আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি। দেখে নেব কী করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো। গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষকে চেনে না এখনও।” এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিস্তর জলঘোলা হয়েছে।শুক্রবারও পূর্ব বর্ধমানের রায়নগর এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন,
‘‘পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায়, তা হলে শুধু মুখে বলব না, থানা জ্যাম করে দেব গোটা রাত। ওরা ওদের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। কিন্তু ওরা যদি রাজনীতি করতে আসে, তা হলে ওদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।’’তৃণমূলকেও নিশানা করেছেন দিলীপ।
বলেছেন, ‘‘ভোটের দিনে যা করার তা-ই করব। এখানে অনেক ছোট ছোট নেতা দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি ভয় দেখাচ্ছে, এতে এখানকার লোকেরা হাসাহাসি করছে। যারা ভোট করাত দাঁড়িয়ে থেকে, তাদের বাড়িতে ঢুকিয়ে দেব। বেশি বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব।’’
পাল্টা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি তো খেলার আগেই গোল খেয়ে বসে আছেন। তাই যা খুশি বলছেন। আমরা কমিশনের কাছে দাবি করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’’