Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeদেশ'কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ', বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

‘কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ’, বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

‘কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ’, ওড়িশায় ভোটপ্রচারে গিয়ে এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, মোদিকে ৪০০ আসন দিতেই হবে, যাতে কংগ্রেস নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে না পারে। অসমের মুখ্যমন্ত্রী বললেন, “কংগ্রেস অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা করছে।

'কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ', বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

তারা যাতে সফল না হতে পারে, সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী মানুষের কাছে ৪০০টি আসনে জেতানোর আবেদন জানিয়েছেন। মানুষের উচিত বেশি বেশি ভোট দিয়ে মোদিকে ৪০০ আসন উপহার দেওয়া।” বৃহস্পতিবা্র খোদ মোদি বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রামমন্দিরে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

'কংগ্রেস ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ', বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

হিমন্ত আরও এক কাঠি উপরে উঠে বললেন, কংগ্রেস রাম মন্দিরের জায়গায় ফের বাবরি তৈরির পরিকল্পনা করছে। অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি রাম মন্দিরেই থামবে না। বিজেপির লক্ষ্য অনেক বড়। দেশের সব মন্দির পুনরুদ্ধার করা তাঁদের উদ্দেশ্য। সেই লক্ষ্য পূরণের জন্যই ৪০০ আসন চান মোদি।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!