চতুর্থ দফা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ নিয়ে এবার বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদবকে পাশে নিয়ে তিনি জানালেন, দেশের মধ্যে উত্তর প্রদেশে সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি।শুক্রবার উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের সপা প্রার্থী অখিলেশ যাদব ও আপ সাংসদ সঞ্জয় সিংয়ের উপস্থিতিতে জনসভা করেন রাহুল গান্ধী।
সেখানেই তিনি বলেন, ‘আমি লিখে দিচ্ছি এবার নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না।’ রাহুল বলেন, “এবার এই রাজ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি। কারণ উত্তরপ্রদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পরিবর্তনের।” অন্যদিকে রাহুলের আরও দাবি, “উত্তরপ্রদেশে এবার ঝড় তুলতে চলেছে ইন্ডিয়া জোট।”
কনৌজেও ইন্ডিয়া জোটের প্রার্থী অখিলেশকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান রাহুল।এদিনের সভা থেকে আদানি-আম্বানি নিয়েও মোদির কটাক্ষের জবাব দেন রাহুল। বলেন, ‘গত ১০ বছরে আদানি-আম্বানিদের নিয়ে একটি শব্দও খরচ করেননি নরেন্দ্র মোদি।
এখন ভয় পেয়ে ওঁদের নাম ফুটে উঠেছে মোদির মুখে। উনি খুব ভালোই জানেন, আদানি কোন ট্রাকে কীভাবে টাকা পাঠাতেন। ওনার এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে।’ এরপরই জনতার উদ্দেশে বলেন, ‘বিজেপি ও অমিত শাহ আপনাদের এদিক থেকে ওদিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে।
এই নির্বাচনের উদ্দেশ্য একটাই।’ হাতে সংবিধান নিয়ে রাহুল বলেন, ‘এই বই আপনাদের সব অধিকার দিয়েছে। যা কিছু আপনারা পেয়েছেন তা এই বইয়ের অধিকার বলে। বিজেপি এই সংবিধান বদল করার সিদ্ধান্ত নিয়েছে।’