চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন ধোনি। কিন্তু পাঞ্জাব ম্যাচে ক্রমশ দীর্ঘ হচ্ছিল দর্শকদের প্রতীক্ষা। চেন্নাই একের পর এক উইকেট হারালেও মাহির দেখা মিলছিল না। শেষ পর্যন্ত তিনি নামেন ন নম্বরে। যদিও হর্ষল প্যাটেলের স্লোয়ারে প্রথম বলেই আউট হয়ে যান। যা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন।
যদিও চেন্নাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধোনির পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে। ছেঁড়া পেশি নিয়েই আইপিএল খেলে চলেছেন ধোনি।এবার সে বিষয়ে মুখ খুললেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি জানান, মাঠে দিব্যি চার-ছয় মারছেন ধোনি। যার জন্য এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে চেন্নাই। ফলে ব্যাটিং অর্ডারে পরের দিকে নামলেও মাঠে তাঁর প্রভাব অস্বীকার করা যাবে না।
তিনি বলেন, “আমরা ওকে হারাতে চাই না। তাই চাই না ওর উপর অতিরিক্ত চাপ আসুক। পুরো বিষয়টা নিয়ে সাবধানে চলতে চাই। যদিও ধোনি এখনও মাঠে সেরা পারফরম্যান্সটাই করতে চায়। সারা দেশকে আমি জানাতে চাই, ও ঠিক আছে।”