ইডেনে শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনই করতে পারল না দুই দল। এদিন দুপুর থেকে বৃষ্টি হয়েছে কলকাতায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। দু’টি দলেরই বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ইডেনে অনুশীলন করার কথা ছিল।
কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করে দেয় দুই দলই।এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। দুপুর থেকে বৃষ্টি শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়া। যার ফলে প্রথমে অনুশীলন বাতিল করে মুম্বই। দুপুর সাড়ে তিনটে নাগাদ সেটা জানিয়ে দেওয়া হয়।
তার মিনিট দশেকের মধ্যেই নাইটদের প্র্যাকটিস বাতিলের বার্তা আসে। লখনউ থেকে ফেরার পর এখনও মাঠেই নামতে পারেনি কেকেআর। খারাপ আবহাওয়ার জন্য গুয়াহাটি, বেনারস ঘুরে একদিন পরে কলকাতায় পৌঁছয় শ্রেয়সরা। বুধবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়। সকালে শুধু জিম সেশন ছিল।
রাতে স্পনসরদের ইভেন্টে। কিন্তু এদিন বৃষ্টি প্র্যাকটিস ভেস্তে দিল। ম্যাচের দু”দিন আগে অনুশীলনই করতে পারল না দুই দল। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে হয়তো বিনা প্রস্তুতিতেই খেলতে নামতে হবে দুই দলকে। ম্যাচের দিন, অর্থাৎ শনিবারও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলাও ভেস্তে যেতে পারে।
ম্যাচ শুরু না করা গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। যা কোনওভাবেই চাইবে না কলকাতার ক্রিকেটপ্রেমীরা। মুম্বই প্লে অফের লড়াই থেকে ছিটকে গেলেও পয়া মাঠে রোহিতকে দেখার জন্য হাউজফুল হবে সপ্তাহান্তের ইডেন। তাও আবার যখন শোনা যাচ্ছে পরের বছর কেকেআরে আসতে পারেন হিটম্যান।