বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৮ জনের, আহত অন্তত ১২।ঘটনাটি ঘটেছে, তামিলনাডুর ভিরুদনগর জেলার শিবকাশীতে। জানা গিয়েছে, বাজি বানানোর ‘হাব’ হিসাবে গোটা দেশে পরিচিত এই এলাকা। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে।
বৃহস্পতিবার সেই বাজি কারখানার একটিতেই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলাও। বিস্ফোরণে ঝলসে যান আরও ১২ জন। আপাতত তাঁদের চিকিৎসা চলছে বলেই খবর। বিস্ফোরণের জেরে বাজি কারখানায় দাউদাউ করে আগুন ধরে যায়।
তার জেরে কারখানার ৭টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, পর্যাপ্ত লাইসেন্স ছিল ওই কারখানার। তা সত্ত্বেও কেন বিস্ফোরণ হল, উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসেও একইভাবে বিস্ফোরণে কেঁপে উঠেছিল তামিলনাড়ুর একটি বাজি কারখানা।ঝলসে গিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছিল।