প্রদীপকুমার সিংহ, নরেন্দ্রপুর: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম দশে সাতজন স্থান পেয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিদ্যাপীঠের ছ’জন ছাত্র। দ্বিতীয় একজন, ষষ্ঠ একজন, নবম দু’জন এবং দশম দু’জন।
দ্বিতীয় স্থানের অধিকারী সৌম্যদীপ সাহার প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯%)। ষষ্ঠ নিলয় চ্যাটার্জির প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২%)। নবম হওয়া দু’জন আদিত্য বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহার প্রাপ্ত নম্বর ৪৮৮ (৯৭.৬%)। দশম স্থানাধিকারী সোহম মুখার্জি ও শুভজিৎ ঘোষের প্রাপ্ত নম্বর ৪৮৭ (৯৭.৪%)।
যদিও শুভজিতের সাবজেক্ট ছিল ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি।
এই ছাত্রদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার গবেষক হতে চান।
এই স্কুলের প্রধান শিক্ষক সাফল্যের জন্য নিয়মানুবর্তিতার কথা বলেন।
তিনি জানান, ওরা সবাই একসঙ্গে থাকে। হস্টেলে তাদের কাছে কোনও মোবাইল ফোন থাকে না। কমনরুমে একটা ল্যাপটপ থাকে। এরা সাড়ে ৫ থেকে ৬ ঘণ্টা পড়াশোনা করে। খেলাধুলো করে। বিভিন্ন রকম ইনডোর গেম, আউটডোর গেম ইত্যাদি খেলাধুলা করে।
একে অপরের সহযোগিতা করে। স্কুলের মাস্টারমশাইরা তাদের সব সময় নজরে রাখেন। ষষ্ঠ স্থানাধিকারী নিলয় চ্যাটার্জি বলেন, এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকরা যেমন রয়েছেন, তেমনিণরয়েছে বাবা-মা ও আত্মীয়স্বজনদের সহযোগিতা।
তিনি আরও বলেন, মোবাইল ফোন না থাকায় আমরা পড়াশোনা মনোযোগ সহকারে ভালো করে করতে পেরেছি। তার জন্যই এই সাফল্য। বড় হয়ে তিনি রিসার্চ করবেন।