নির্বাচনী প্রচারে জেলার নাম বদলের ঘোষণা করলেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবিসের। নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে তিনি বার্তা দিলেন, নরেন্দ্র মোদিকে ভোট দিলে মধ্যপ্রদেশের আহমেদনগরের নাম বদলে করা হবে অহল্যানগর। নরেন্দ্র মোদির তৃতীয় কার্যকালেই শুরু হবে এই নাম বদলের প্রক্রিয়া।
মঙ্গলবার পশ্চিম মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার ১৮ শতাব্দীর মহান মারাঠা রানি অহল্যাদেবী হোলকারের সম্মানে আহমেদনগর জেলার নামবদলে অহল্যানগর করার সিদ্ধান্ত নিয়েছে।
মোদি সরকারের তৃতীয় কার্যকালে সরকারের এই সিদ্ধান্তকে কার্যকর করা হবে।’ প্রসঙ্গত, পুণে থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নামকরণ করা হয়েছিল ১৫ শতাব্দীর শাসক আহমেদ নিজাম শাহের নাম থেকে। জানা যায়, জীবনের শেষলগ্নে মুঘল বাদশা ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে আহমেদনগরে এসে বসবাস শুরু করেন। ছত্রপতি শিবাজির বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছিলেন এখান থেকেই।
১৭০৭ দশকে আহমেদনগরে প্রয়াত হন ঔরঙ্গজেব। এই জেলাতেই রয়েছে তাঁর সমাধি। এদিকে ১৮ শতাব্দীতে মধ্যভারতে মারাঠা সাম্রাজ্যের মহারানি ছিলেন অহল্যাদেবী হোলকার। জানা যায়, তাঁর জন্ম হয়েছিল পশ্চিম মহারাষ্ট্রে বর্তমান আহমেদনগর জেলার একটি গ্রামে। তাঁর নামেই হতে চলেছে এই পরিবর্তন।