সন্দেশখালিকাণ্ডে যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে তাতে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।এবার সন্দেশখালির এক মহিলা সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনে দাবি করেছেন,ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করিয়ে নেওয়া হয়েছে। ধর্ষণের সাজানো কথা বলানো হয়েছিল। সবটাই ভুল বুঝিয়ে করানো হয়েছিল।
ওই মহিলার দাবি, উনি অভিযোগ করেছিলেন যে রান্না করে টাকা পাইনি। সেই মতো একটা সাদা কাগজ দেওয়া হয়েছিল। সেখানে সই করতে বলা হয়েছিল। সেই মতো সই করা হয়েছিল। আমাদের অভিযোগ তো অন্য ছিল। কিন্তু পরে জানতে পারি চার পাঁচজনের নামে কেস করেছেন যে আমাদের মধ্য়রাতে এসে রেপ করত।
গালিগালাজ দিত। রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যেত। কিন্তু আমাদের মধ্য়ে সেটা কোনও কিছুই হয়নি। কোনও ঘটনা হয়নি। মিথ্য়ে অভিযোগ করে সাজানো হয়েছে। দাবি মহিলার।