বান্টি মুখার্জি, ক্যানিং: তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে ব্ল্যাকমেলের অভিযোগে ক্যানিং মধুখালী গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তারকরা হল। ধৃতের নাম দেবাশিস সর্দার। অভিযোগ, গ্রামের এক তরুণীকে দিনের পর দিন উত্ত্যক্ত করত এক যুবক। প্রেমের প্রস্তাবও দেয়।
কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিতে রাজি হয়নি ঐ তরুণী। অভিযুক্ত যুবক দেবাশিস সর্দার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নানাভাবে ঐ তরুণীকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন তরুণীর মাসতুতো বোন। সেই রাগে ঐ তরুণীর মাসতুতো বোনের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট অভিযুক্ত করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ, এলাকার অন্য এক যুবক রাজু নস্করের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অশ্লীল ছবি ছড়ানো হয় সমাজমাধ্যমে। গত এক সপ্তাহ ধরে সেই ছবি ভাইরাল হতে সমস্যায় পড়েন ঐ তরুণী ও তাঁর পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই তরুণী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।