রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : নদী বাঁধে ধস। দেখা গেল ফাটল। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সাতের ঘেরি ও সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুল ডুবি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাতের ঘেরি এলাকায় হঠাৎই মুড়িগঙ্গা নদীর বাঁধে ৩০ ফুট ধস নামে।
রাতে আবারও ২০ ফুট ধস নেয়। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন নদীতে জোয়ার এলেই এলাকার বাসিন্দারা ভয়ে বাঁধের উপরে গিয়ে ভিড় জমাচ্ছেন। কি অবস্থায় রয়েছে নদী বাঁধ, তা নজরে রাখতেই তাঁরা দুবেলা বাঁধের উপরে ঘুরে বেড়াচ্ছেন।
এবিষয়ে সাতের ঘেরির এক বাসিন্দা শুকদেব মিস্ত্রি বলেন, “প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে নদী বাঁধে ধস নেমেছে। এখনও পর্যন্ত বাঁধের মাটি খসে খসে নদীতে পড়ছে। ধীরে ধীরে ধসের পরিমাপ বাড়ছে। যেকোনো মুহূর্তে বড় কোন বিপদ ঘটতে পারে।” তিনি আরও বলেন, “ধস নেওয়া নদী বাঁধের লাগোয়াতে ফাটল দেখা দিয়েছে।
ফাটল ধরা প্রায় ৩০০ মিটার এই রিং বাঁধটি ২০২২ সালে তৈরি করা হয়েছিল। এই রিং বাঁধের বিভিন্ন জায়গায় এখন ছোট বড় ফাটল দেখা দিয়েছে। নদীর জল বাড়লে ওই ফাটল গুলি থেকে গ্রামে নোনা জল ঢুকতে পারে। বুধবার অমাবস্যা রয়েছে। দিনের থেকে রাতে আরও জল বাড়ার সম্ভাবনা আছে। আগামী ৩ দিনও নদীর জল বাড়বে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা কেউ ঘুমোতে পারছেন না।”
বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস বলেন, “ভাঙন এলাকায় গিয়ে পরিদর্শন করেছি। বাঁধের ছবি তুলে সেচ দপ্তরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
সেচ দপ্তরের আধিকারিকরাও এসে নদী বাঁধ পরিদর্শন করেছেন। শীঘ্রই ওই নদী বাঁধ মেরামত করা হবে বলে সেচ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে।”অন্যদিকে সাগরের চকফুল ডুবি এলাকায় হুগলি নদীর বাঁধে ধস নেওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই নদী বাঁধের বেশ কিছুটা অংশে ধস নেমেছে। সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল আমির সাহা বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই নদী বাঁধ মেরামত করা হবে।”