ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। পরিস্থিতি আয়ত্তে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে কেশপুরে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেব। বলেছিলেন, “বিজেপি মরিয়া হয়ে গিয়েছে জেতার জন্য। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপির নেতা-কর্মীকে খুন করা হতে পারে। রাজনৈতিক কারণে নিজেদের কর্মীদের খুন করে দোষ চাপানো হতে পারে তৃণমূলের কাঁধে।”
দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বুধবার দেবের সিউড়ির সভাতেও ফের উঠে এল কেশপুর প্রসঙ্গ।দেব ফের বলেন, কেশপুরে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে গিয়েছে বিজেপি। ওরা যা কিছু করতে পারে। বড়সড় অশান্তির আশঙ্কা প্রকাশ করেন দেব।
দেব এদিন জানান, ইতিমধ্যেই তিনি এবিষয়ে প্রশাসনকে জানিয়েছেন। যাতে মানুষের কোনও ক্ষতি না হয় সেদিকে তাঁদের নজর রয়েছে।এদিকে দেবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল প্রার্থীকে ‘ক্রিমিনাল’ বলে আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘আমরা এফআইআর করছি।
আমি কেশপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে বলছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে।’’ হিরণ আরও বলেন, ‘‘এক জন সাংসদ এবং প্রার্থী খুনের পরিকল্পনা করছেন। বিজেপি কোনও খুনের পরিকল্পনা করবে কি ওঁকে জানিয়ে? এটা কি কোথাও হয়েছে? কেউ শুনেছেন পৃথিবীতে?’’হিরণ জানান, তাঁরা সবাই ‘নিরাপত্তা’ চেয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন।
সেই সঙ্গে দেবের গ্রেফতারির দাবি করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘‘আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি। লজ্জার ব্যাপার হল ভারতবর্ষের প্রথম কোন প্রার্থী প্রকাশ্যে খুনের কথা বলছেন। আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে। একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি যে খুনও করতে পারেন এবং প্রকাশ্যে সে সব নিয়ে বলতে পারেন, এটা শুনে আমি লজ্জিত।’’