সন্দেশখালি স্টিং অপারেশন নিয়ে যখন দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে প্রচারের ঝড় তুলেছে তৃণমূল। তখন রাজ্যে এসে ওই ইস্যুতে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।যদিও সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর কোনও উল্লেখ নেই তাতে।সোমবার দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসে তিনি বলেন, ‘সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে আমাদের হাজার হাজার বোনেদের ওপর অত্যাচার করেছে।
মমতা দিদি এদের ধরতে রাজি ছিলেন না। হাইকোর্টকে অর্ডার দিতে হয়েছে। তার পরেও তদন্ত করেনি। তাই হাইকোর্ট সিবিআইকে এর তদন্তভার দিয়েছে। শাহজাহানকে গরাদের পিছনে পাঠানো উচিত। মমতা দিদি, আপনার লজ্জা করা উচিত। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনার রাজত্বে হাজার হাজার মহিলার ওপর নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনার কোনও হেলদোল নেই।’
শাহের হুঁশিয়ারি, ‘সন্দেশখালিতে যে অত্যাচার করেছে মমতা দিদি তাকে পাতালে লুকিয়ে রাখলেও আমরা তাকে খুঁজে জেলে ভরব।’ উল্লেখ্য, দুর্গাপুরের সভার আগে কৃষ্ণনগরে প্রার্থী অমৃতা রায়ের হয়ে রোড-শো করেন শাহ। সেখানেও তাঁকে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে কোনও কথা বলতে শোনা যায়নি।
যদিও দুর্গাপুরে শাহের বক্তৃতার আগে রাজ্যের নেতাদের বক্তৃতার সময় বার বার উঠে আসে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গ। বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, ‘‘সন্দেশখালির ‘ডিপফেক’ ভিডিয়ো বানিয়ে কুৎসা রটানোর চেষ্টা করেছে শাসকদল।’’ একই বিষয়ে তৃণমূলকে আক্রমণ করেন প্রার্থী দিলীপও। কিন্তু এই নিয়ে কোনও কথা বললেন না শাহ।
বিজেপির দলীয় সূত্রে খবর, কৌশলগত কারণেই এই মুহূর্তে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই দুর্গাপুরে শাহের কথায় শাহজাহান থাকলেও স্টিং অপারেশন অনুপস্থিত বলে বিজেপি সূত্রে খবর।তবে এদিন পুরনো মেজাজেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
বলেন, ‘তৃণমূল কাটমানি খেয়ে এবং অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে ভোটব্যাঙ্ক তৈরি করেছে।’সিএএ-র পক্ষেও আওয়াজ তোলেন তিনি। শাহ বলেন, ‘যত খুশি বিরোধ করে ফেলুক তৃণমূল, হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া থেকে কেউ রুখতে পারবে না।’ শাহ আরও বলেন, ‘বাংলায় ভোট-পরবর্তী হিংসা স্বাভাবিক হয়ে গিয়েছে। আজকেও বোমা বিস্ফোরণ হয়েছে।’
একইসঙ্গে এদিন দুর্গাপুরে দাঁড়িয়ে শিল্প শহরে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি দুষ্কৃতীরাজের অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, ‘এখানকার শ্রমিকদের উপর তৃণমূল রাজ চলছে। শ্রমিকদের তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর সেই টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে।
এখানে একবার আমাদের জিতিয়ে দিন, আমি কথা দিচ্ছি এই সব গুন্ডাদের উলটো ঝুলিয়ে সোজা করব আমরা।’ শাহের বার্তা, ‘ওই এলাকায় স্টিল ও ইউরিয়া প্লান্টে আরও বিপুল বিনিয়োগ করে এই শিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া হবে।’ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শাহ বলেন, ‘দিদি গত ১৫ দিন ধরে এখানে আছেন বিজেপিকে হারাতে।
দিদি আপনাকে চ্যালেঞ্জ করছি ৫ বছর এখানে থাকলেও আমাদের হারাতে পারবেন না। এখানে অপরাধের প্লান্ট খুলেছেন দিদি। এখানে রাজ্যের মন্ত্রীর কাছ থেকে টাকা উদ্ধার হয়। এই ‘ইন্ডিয়া’ জোট ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ করেন শাহ। এদিন নির্বাচনী প্রচারে হিন্দুত্বের ধুয়ো তুলতেও ছাড়েননি অমিত শাহ।
তৃণমূল এবং কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৃণমূল এবং কংগ্রেস দল রামমন্দির তৈরির পথে বাধা দিচ্ছিল। প্রাণপ্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ওঁরা জাননি।’ না যাওয়ার কারণ হিসেবে তাঁর দাবি, ‘ভোটব্যাঙ্কের ভয়ে যাননি ওনারা।
ভোটব্যাঙ্কের ভয়ে রামকে বহিষ্কার করেছে তৃণমূল।’ পাশাপাশি দিলীপ ঘোষের প্রশংসা করে তিনি বলেন, ‘দিলীপদা আমাদের বড় নেতা। দিলীপদার আমলেই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি।’