সানোয়ার হোসেন, মথুরাপুর : তৃণমূলের দুর্গ দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে তৃণমূলকেই ‘মার’এর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে তিনি বলেন, ‘মেদিনীপুর আর জঙ্গলমহলের ভোট হয়ে যাবে ২৫ তারিখ। একেবারে আমি পড়ব এখানে।
আমি ২৬ তারিখ পাথরপ্রতিমায় সভা করব। কাকদ্বীপ, মন্দিরবাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব। ওই দিন সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাব। ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে থাকব। শুধু বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর থানার নাম দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন।
এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা গদ্দার বলে আক্রমণ করেন তিনি। বলেন, ‘পিসি কালকে বলছে, পিসি – ভাইপো বলছে। নাম বলুক দেখে নেব। ক’দিন আগে আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সব থেকে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছেন।
আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীকে ছুরি মেরেছেন।’ পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আপনি বলেছেন, পিসি আর ভাইপোর নাম বলুন, হ্যাঁ আমি বলছি। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কী ক্ষমতা আছে করে নিন।’ মুসলিমদের উদ্দেশ করে বিরোধী দলনেতা বলেন,
‘মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে। তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। শওকত মোল্লার মতো কতগুলো গুন্ডা তৈরি করেছে। আর সেই গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। আর যত চাকরি সব বেচেছে।’ মুসলিম মহিলাদের প্রতি শুভেন্দুর আবেদন,
‘আগে তরকারিতে নুন কম হলে মুসলিম বোনেদের তালাক দিয়ে দিত। নরেন্দ্র মোদী আইন করে তিন তালাক বন্ধ করেছেন। তাই মুসলিম বোনেদের বলব, ভোটের ঘরে কে কাকে ভোট দিল দেখা যায় না। যে যাই বলুক, বিজেপিকে ভোট দিন।’