২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার কি বহুপ্রতীক্ষিত ট্রফি দেশে নিয়ে আসতে পারবেন রোহিত শর্মারা? এই প্রশ্নের সঙ্গেই ঘুরছে অন্য আর এক কৌতূহল। কেমন দেখতে হবে টিম ইন্ডিয়ার জার্সি? সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটদের জার্সি।
বিসিসিআই থেকে কিছু না জানানো হলেও, ফাঁস হয়ে গিয়েছে নতুন জার্সির ছবি।ভারতের প্রত্যেকটি বিশ্বকাপের জার্সিতেই নতুনত্বের ছোঁয়া থাকে। ‘মেন ইন ব্লু’-র জার্সি মানেই ভক্তদের মধ্যে আকাশছোঁয়া উন্মাদনা শুরু হয়ে যায়। এবার যে জার্সি প্রকাশ্যে এসেছে তাতে নীলের সঙ্গে থাকছে গেরুয়া রং।
সামনের দিকে নীল রঙের মধ্যে কমলায় লেখা ‘ইন্ডিয়া’। উপরে বিনিয়োগ সংস্থার লোগো। কাঁধ ও হাতের রং গেরুয়া। তার মাঝে তিনটি লম্বা সাদা দাগ। তবে সবচেয়ে আকর্ষণীয় জার্সির কলারের অংশটি। যেখানে ভারতের পতাকার তিনটি রং রয়েছে।
জার্সির ছবি ফাঁস হতেই সোশাল মিডিয়ায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এই জার্সির প্রশংসা করছেন। আবার বহু সমর্থক জার্সির রং ও ডিজাইন নিয়ে আপত্তি জানিয়েছেন।