রবিবার আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালালো কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে হঠাৎ কংগ্রেসের পার্টি অফিসে চড়াও হয় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।
অফিসের পাশাপাশি ভাঙচুর চলে বাইরে দাঁড় করানো একাধিক গাড়িতে। দুষ্কৃতী হামলার আওয়াজ পেয়ে সেখানে উপস্থিত হন দলের কর্মীরা। এর পর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কংগ্রেস। ঘটনার খবর পেয়ে পার্টি অফিসে ছুটে আসেন প্রদেশ সভাপতি প্রদীপ সিঙ্গল।
পুলিশে খবর দেওয়া হলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তা মায়াঙ্ক দ্বিবেদী। এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে,
বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।আগামী ২০ মে আমেঠি কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে দলীয় অফিসে এই হামলার ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।