প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। দশম ও দ্বাদশ- দুই শ্রেণির পরীক্ষাতেই মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভাল হয়েছে।দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে পাশের হার ৯৯.৪৭ শতাংশ। ২০২৪-এ আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী। তার মধ্যে ছাত্রদের পাশের হার ৯৯.৩১ শতাংশ।
আর ছাত্রীদের উত্তীর্ণের হার ৯৯.৬৫ শতাংশ।অন্যদিকে, আইএসসি-র (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ, সেখানেই ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ।আইএসসি-তে (দ্বাদশ শ্রেণি) সবথেকে বেশি পাশের হার দক্ষিণাঞ্চল। দক্ষিণে পাশের হার ৯৯.৫৩ শতাংশ, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমাঞ্চল।
সেখানে পাশের হার ৯৯.৩২ শতাংশ।অন্যদিকে, আইসিএসই (দশম শ্রেণি)-তে আবার দেশের মধ্য়ে এগিয়ে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ। এর পরের স্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৮৮ শতাংশ।এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন,
ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)।
পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।পশ্চিমবঙ্গে মোট ৪২৬টি স্কুলের ৪২,৩৭২ জন পড়ুয়া আইসিএসই দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ২৩,২১৪ (৫৪.৭৯ শতাংশ)। ছাত্রীর সংখ্যা ছিল ১৯,১৫৮ (৪৫.২১ শতাংশ)।সার্বিকভাবে পাশের হার ৯৯.২২ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের রেজাল্ট ভালো হয়েছে।
ছাত্রীদের পাশের হার হল ৯৯.৪১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। পশ্চিমবঙ্গের মোট ৩২০টি স্কুলের পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রদের সংখ্যা ছিল ১৪,৮৭৫ (৫৩.৮৫ শতাংশ)। ১২,৭৪৬ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন (৪৬.১৫ শতাংশ)।
সার্বিকভাবে পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পাশের হার হল ৯৭.৮ শতাংশ। ৯৮.৮৬ শতাংশ ছাত্রী পাশ করেছেন। ছাত্রদের পাশের হার হল ৯৬.৮৮ শতাংশ।