স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উল্টোস্রোত সন্দেশখালিতে।যে শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখেছে সন্দেশখালি, এ বার সেখানেই তাঁর মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন মহিলাদেরই একাংশ।শনিবার সকালে প্রকাশ্যে আসা সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিয়ো নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি।
যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ব সমাচার। গোপন ক্যামেরায় তোলায় সেই ভিডিয়োয় এক বিজেপি নেতা দাবি করেছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছিলেন বলে দাবি করেছেন ওই পদ্মনেতা।
পরেই রবিবার শাহজাহানের মুক্তির দাবিতে সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় গ্রামের মহিলাদের একাংশ একত্রিত হয়ে বিক্ষোভ দেখান।বিক্ষোভকারীদের দাবি, তাঁরা প্রথম থেকেই বলে আসছেন, শাহজাহান নির্দোষ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন শুভেন্দু।মিথ্যা কোনও দিন চাপা থাকে না। সব বেরিয়ে পড়েছে। অবিলম্বে শাহজাহান শেখকে মুক্তি দিতে হবে।