প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : সন্দেশখালি ভিডিও ক্লিপিং এর ঘটনায় নিয়ে মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে তিনি প্রচার করেন। এবিষয়ে তিনি বলেন, এইটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই বলেছিল।
এটা একটা ষড়যন্ত্র। তাছাড়া আগেও আমরা শুনেছি এক বিজেপি নেত্রীকে ফোনে বলতে, সন্দেশখালির ঘটনা সিঙ্গুর ও নন্দীগ্রাম যেরকম হয়েছিল, সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। সন্দেশখালির ঘটনা একটা সাজানো ঘটনা। শুভেন্দু অধিকারী পরিকল্পনা করেই বাংলার মানুষকে হেয় করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।
সন্দেশখালিতে যা ঘটেছে তার বহু গুণ বেশি বিজেপি প্রচার করছে। সৃজন ভট্টাচার্য তার বাড়িতে যাবে বলেছে, এই প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, মোস্ট ওয়েলকাম। তিনি আমার বাড়িতে গেলে কোনো নেই। তবে তিনি ডায়মন্ড হারবারের মডেলে সাজাতে চাইছেন যাদবপুর লোকসভা কেন্দ্রেকে।
সায়নী বলেন, যাদবপুর লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে লিট পাবই। এবারে ভাঙ্গরেও অভূতপূর্ব লীট পাব।মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যাত্রা করার পর সায়নী যান হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে।
এদিন তাঁর সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।