মোদিকেই আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে চান রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি বিতর্কের মামলাকারী ইকবাল আনসারি।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ভাগ্যবান যে রামের শহর থেকে নির্বাচন শুরু হচ্ছে।’ তিনি আরও দাবি করেন, মোদির শাসনে বিগত ১০ বছর ভালো কেটেছে।
তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা খুব খুশি। আমরা চাই উনি আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।’ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন ইকবাল।রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মুসলিম সম্প্রদায়ের তরফে মূল মামলাকারী ইকবাল। তঁকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্ট।
মন্দির উদ্ধোধনে হাজিরও ছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ইকবাল ছিলেন একমাত্র সংখ্যালঘু অতিথি। মন্দির নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, রামমন্দির হয়ে গিয়েছে। রামলালা প্রাণ পেয়েছেন। এবার ধর্মের নামে দাঙ্গা বন্ধ হোক। অযোধ্যার সব ধর্মের মানুষের এটাই দাবি।