ভোটের আগে মেদিনীপুরে বিজেপিতে ভাঙন। প্রদীপ পট্টনায়েক, বঙ্কিম মাইতি-সহ বেশ কয়েকজন রবিবার যোগদান করলেন তৃণমূলে। জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া তাঁদের হাতে তুলে দেন দলের পতাকা। খড়গপুর বিধানসভা নির্বাচনে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদীপ।
তাছাড়া অবিভক্ত মেদিনীপুর জেলায় বিজেপির প্রতিষ্ঠার সময় থেকেই দল করে আসছেন তিনি। তিনি একবার মেদিনীপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।সেই প্রদীপের তৃণমূলে যোগদান নিয়ে বিস্মিত স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশও।