বাঁকুড়ায় সুভাষ সরকারকে প্রার্থী করেছে বিজেপি। এদিকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন বিজেপির বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী।
এবার সেই জীবনকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করল অখিলভারত হিন্দুমহাসভা। অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি (পশ্চিমবঙ্গ) চন্দ্রচূড় গোস্বামী রবিবারই তাঁর সমর্থনের কথা জানিয়েছেন।