আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের অভিযোগ। রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি। খানাকুলের পলাশপাই ১ অঞ্চলের বরখনতলার মোস্তফাপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে গাড়ি রেখে গ্রামের ভিতরে প্রচার করতে যান তিনি।
তৃণমূলের অভিযোগ, সেই সময়ই হামলা চালায় বিজেপি।আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের চেয়ারপার্সন স্বপন নন্দী বলেন, ‘‘আমাদের প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়েছিলেন। পার্টি অফিসের সামনে রাখা ছিল তার গাড়ি। বিজেপির ছেলেরা সেই গাড়ি ভাঙচুর করে।
আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।’’ বিজেপির বিরুদ্ধে চড়া আক্রমণ শানিয়ে মিতালি বলেন, “একটা মহিলার উপর আক্রমণ করছে। এত ভয় কিসের ওদের? ধিক্কার জানাই। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি এ ঘটনার সঙ্গে পদ্ম শিবিরের কেউ যুক্ত নন। যে ঘটনাটি মোস্তফাপুরে ঘটেছে তা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।