প্রদীপ কুমার সিংহ,
বারুইপুর : যাদবপুরের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবাসরীয় দিনে জনসংযোগ ও ভোট প্রচার করলেন। কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটায় সুভাষ চন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করেন। এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সাথে।
এই বিষয়ে তিনি বলেন, তার প্রচারের পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানেও প্রচার করবেন তিনি। তিনি বলেন, যাদবপুরের সমস্ত ভোটারের কাছে যাচ্ছি। আমি রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধানের আশীর্বাদ চেয়েছি।
বাকিটা উনার ব্যাপার বলেও জানান সৃজন। নেতাজীর মুর্তিতে মাল্যদান করে তিনি বলেন, বাংলার এইসব আইকনরা আর এস এস এর খপ্পরে পড়ে বিপন্ন হচ্ছে। বাংলার সামগ্রিক যে ঐতিহ্য তা ফিরিয়ে আনতে বাঙালিরা আজ জোটবদ্ধ হয়েছেন।
তবে সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান ও তৃণমূল নেতা পল্লব কুমার দাস জানান, এটা রাজনৈতিক সৌজন্য। যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলেও জানান তিনি।