দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার রেজাল্ট কাল।কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেন (সিআইএসসিই) জানিয়েছে, সোমবার, ৬ মে সকাল ১১টার সময় রেজাল্ট প্রকাশিত হবে।সিআইএসসিই জানিয়েছে, রেজাল্ট দেখতে হবে পরিষদের নিজস্ব ওয়েবসাইট http://cisce.org এবং http://results.cisce.org-এ।
আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট জানতে হলে ওয়েবসাইটে ঢুকে কোর্স অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসইকে। আইএসসি বা দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানতে বেছে নিতে আইএসসি কোর্স।এর পরে ছাত্রছাত্রীরা নিজের রেজাল্ট দেখতে প্রথমে তাঁদের ইউনিক আইডি,
ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা (কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য বোঝার সুরক্ষা ব্যবস্থা) টাইপ করবেন। তার পরেই দেখা যাবে রেজাল্ট।রেজাল্টের প্রিন্ট আউট পেতে রেজাল্টের ওয়েবপেজে প্রিন্ট লেখা বাটনে ক্লিক করলেই ছাপার অক্ষরে রেজাল্ট হাতে পাবেন ছাত্র-ছাত্রীরা।