জলপাইগুড়ি: মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। পরিবার সুত্রে জানা গিয়েছে, রেশমি রায় নামে ওই ছাত্রী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি স্কুলে পড়াশোনা করতো তার বাড়ি বাড়ি টেকাটুলি এলাকায়। ছাত্রী তার বয় ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলো।
এরপর ছাত্রী বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে। এর কিছুক্ষন পর রেশমি বমি করা শুরু করে। এরপর তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেক তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। মেডিক্যাল কলেজে নিয়ে এলে ছাত্রীটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ছাত্রীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। স্কুল সুত্রে জানা গিয়েছে, ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।