আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী।ওই ছাত্রীর নাম পৌলমী ঘোষ (১৬)।পূর্ব বর্ধমান জেলার পৌলমী কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়া।পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয় সে।
মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৮১ শতাংশেরও বেশি নম্বর ছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় সেই ছাত্রী পেয়েছে মাত্র ৪১৩ নম্বর।আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি।ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, “আমার মেয়ে টেষ্ট পরীক্ষায় ৫৭০ নম্বর পেয়েছিল।
কিন্তু ফলপ্রকাশের পর দেখে তার প্রাপ্ত নম্বর মাত্র ৪১৩। ফল দেখে খুব কান্নাকাটি করছিল। ওকে বোঝালাম রিভিউ করা হবে। নম্বর বাড়তেই পারে। কিন্তু এমন অঘটন ঘটিয়ে দেবে ভাবতেই পারিনি।”