Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeজেলাসোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: সোনারপুরে কয়েকটি পাড়া থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় ডেলিভারি ম্যান। সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। ওই এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন, ৫০টিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দেয় ডেলিভারি ম্যান৷

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

ঘটনার পর মাস তিনেক হতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ৷ ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে এই পরিবারগুলি৷ একটি মাত্র সিলিন্ডারে কোনওরকমে রান্নার কাজ চালাচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয়, তার দাবি জানিয়েছেন এই ওয়ার্ডের পৌরপিতা৷

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান, বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাঁদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত।

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

তিনি বলেন, বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে৷ অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিন্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ৷ এলাকার আরেক বাসিন্দা লাবণ্য হালদার বলেন, তাঁরা যাতে রান্নাবান্না করে খেতে পারেন, তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন৷

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

উজ্জ্বলা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিন্ডার ব্যবহার করেন তনুশ্রী ভান্ডারী। তার একটি মাত্র সিলিন্ডারও নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ৷ এরফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি। প্রিয়াঙ্কা মণ্ডলের অভিযোগ, গ্যাস অফিসে সিলিন্ডারের কথা বললে তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছে।

সোনারপুর এলাকা থেকে প্রায় ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট ডেলিভারি ম্যানের

এদিকে গ্যাস অফিসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চায়নি৷ তবে ঐ ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!