১৯৫৪ সালের রেকর্ড ছাপিয়ে না যেতে পারলেও সোমবারও ছিল এপ্রিলের রেকর্ড গরমের দিন। কলকাতায় এপ্রিল মাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিন। ৪৪ বছর আগে ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায়। আর ২৯ এপ্রিল, সোমবার ফের তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে।
দুপুর আড়াইটার সময় ওই তাপমাত্রা রেকর্ড হয়েছে। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল তাপমাত্রা কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল তাপমাত্রা।যদিও সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আমজনতাকে অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।