Friday, May 24, 2024
spot_img
spot_img
Homeজেলাযাদবপুরে কংগ্রেস-সিপিএমের একসঙ্গে প্রচার

যাদবপুরে কংগ্রেস-সিপিএমের একসঙ্গে প্রচার

বিশ্ব সমাচার, বারুইপুর: এই প্রথম যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা অঞ্চলে কংগ্রেস ও সিপিএম একসঙ্গেই প্রচারে নামল। সোমবার তীব্র দাবদাহ উপেক্ষা করে বারুইপুরের উত্তর ভাগ, বৃন্দা খালি পঞ্চায়েত চষে বেড়ালেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

যাদবপুরে কংগ্রেস-সিপিএমের একসঙ্গে প্রচার

বাজারে পায়ে হেঁটে জনসংযোগের পাশাপাশি টোটোয় চেপে পাড়ায় পাড়ায় গেলেন ছাত্রনেতা সৃজন। বাসিন্দারা বলেন, ক্যানিং -বারুইপুর বাস চলাচল আবার শুরু করতে হবে। তাঁদের আস্বস্ত করলেন সৃজন। এদিন গ্রামবাসীদের অনেক অভিযোগে শুনে তিনি বলেন, আমি যদি জিতে আসি, সব সমস্যার সমাধান করার চেষ্টা করব।

Most Popular

error: Content is protected !!