মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচী। গত সোমবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট।
এই চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে আদালতের রায়কে বিজেপি প্রভাবিত বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন, কলকাতা হাইকোর্টের একাংশ যেভাবে বিজেপির সঙ্গে যোগসাজশ করে চলছে, তাতে ওই আদালত তুলে দেওয়া উচিত। প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তাঁর কথায়,
‘‘একজন বিচারপতি, বিচারপতি থাকাকালীন বলেছেন, ‘বিজেপি অ্যাপ্রোচ মি, আই অ্যাপ্রোচ বিজেপি’। তার মানে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগে ছিলেন। আর সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত।’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধেই সোমবার হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন কৌস্তভ বাগচী।
তাতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, এর আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করেছেন। এখন আইনজীবী চাইলে সেই মামলায় এই বিষয়টি যুক্ত করতে আবেদন জানাতে পারেন। কিন্তু প্রধান বিচারপতি আলাদা করে এই বিষয়ে কোনও মামলা গ্রহণ করবেন না।