ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। রেজিনগরের পর এবার বেলডাঙা। বিস্ফোরণের জেরে উড়ে গেল টালির বাড়ির ছাদ, ধসে গেল পাশের পাঁচিলও।জানা গিয়েছে, সোমবার সকালে বেলডাঙার ঝুনকা দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে বেশ কিছু সকেট বোমা ছিল, সেটাই ফেটেছে। ওই বাড়ির টালির ছাদের একাংশ বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে। বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র পুড়ে গিয়েছে। তবে বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির খবর মেলেনি।কীভাবে বিস্ফোরণ, তার তদন্তে নেমেছে পুলিশ।