রফিকুল ঢালি, কুলতলি: সেচ দপ্তরের জমি দখল করে গাছ পুড়িয়ে বাড়ি বানানোর অভিযোগ উঠল কুলতলির পিয়ালি অম্বিকানগরে। অভিযোগ, সেচ দপ্তরের তিন বিঘা জমি দখল করে সেখানে বাড়ি বানানো হয়েছে। অভিযুক্ত লোকমান আলি খান। তাঁর বক্তব্য, ১১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছে থেকে তিন বিঘা জমি কেনেন।
ওই জমি যে সেচ দপ্তরের, তা তিনি জানেন না। লোকমান আলি খান আরও জানান, তিনি ইতিমধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দিয়েছেন স্থানীয় এক ব্যক্তিকে। তারপর তিনি বাড়ি বানাচ্ছেন।সেচ দপ্তরের তিন বিঘা জমিতে থাকা গাছ কেটে এবং বেশকিছু গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি করার খবর পায় পুলিশ ও বনদপ্তর। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে ভেঙে দেওয়া হয় ঘর।
তীব্র দাবদাহের মধ্যে গাছ কেটে আগুন লাগিয়ে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পিছনে কারা ? কারাই বা এই সরকারি জমি স্ট্যাম্প পেপারের মাধ্যমে বিক্রি করছে? তদন্তের দাবি উঠেছে।