নির্বাচনের আগে এই নিয়ে দ্বিতীয় বার মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।কাল দুপুর ২টো নাগাদ বাপি হালদারের সমর্থনে অভিষেকের এই জনসভা রয়েছে পাথরপ্রতিমার কলেজ সংলগ্ন মাঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ মার্চ তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের ঢোলাহাট থানা সংলগ্ন মাঠে জনগর্জন সভায় এসেছিলেন। এক মাসের মাথায় আবারও তিনি পাথরপ্রতিমায় তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচারে আসছেন।