বিশ্ব সমাচার, কাকদ্বীপ : টোটোর ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। ঘটনাটি ঘটেছে, কাকদ্বীপ থানার নারায়ণপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সুকুমার গায়েন (৫২)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সুকুমার সাইকেল নিয়ে নারায়ণপুর থেকে কাকদ্বীপের দিকে আসছিল।
সেই সময় কাকদ্বীপ থেকে একটি টোটো নারায়ণপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সুকুমার গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক সুকুমারকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিসের প্রাথমিক অনুমান, মাথায় গুরুতর চোট লাগার ফলে তাঁর মৃত্যু হয়েছে।