বান্টি মুখার্জি,ক্যানিং – অবশেষে প্রত্যাশা পূরণ হল বছর ১৭ বয়সে ক্যানিং ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র তথা সুন্দরবনের ‘ক্যারাটে ম্যান’ প্রিয়াংশু দাসের।এশিয়া বুক অফ রেকর্ডস্ এ নাম উঠলো। এবার লক্ষ্য ওয়ার্ল্ড রেকর্ড। ‘মেক্সিমাম ক্যারাটে ড্রপ কিকস্ ৩০ সেকেন্ড’ ৬৩ বার কিক করে এশিয়া বুক অফ রেকর্ড।
রেকর্ড গড়ে এই ক্ষুঁদে ক্যারাটে ম্যান।উল্লেখ্য সমগ্র দেশের মধ্যে এযাবৎ ‘মেক্সিমাম ক্যারাটে ড্রপ কিকস্ ৩০ সেকেন্ড’ এ ৫৬ বার কিক করে রেকর্ড দখলে রেখেছিলেন মহারাষ্ট্রের মুম্বাইয়ের পারতিয়াস কুমার ঝা। সেই রেকর্ড ভেঙে ৩০ সেকেন্ডে ৬৩ বার কিক করে ‘এশিয়া বুক অফ রেকর্ডস্’ এ জায়গা করে নেয় সুন্দরবনের ক্যানিংয়ের ‘কিং ক্যারাটে ম্যান’ প্রিয়াংশু দাস।
উল্লেখ্য,গত ২৭ জানুয়ারী কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বর্ষের “কলকাতা কাপ ক্যারাটে চ্যাম্পিয়ানসীপ ২০১৯” প্রতিযোগিতা। রাজ্যের মহাদেবী বিড়লা একাডেমী,বিড়লা হাইস্কুল,লরেটো হাউস,লরেটো ইতালির মতো নামজাদা বিদ্যালয়ের মোট ৭০০ প্রতিযে অংশ গ্রহন করেছিল প্রতিযোগিতায়।
পাশাপাশি দক্ষিন ২৪ পরগণা জেলার বিভিন্ন স্কুল সহ সুন্দরবনের ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের ছাত্র প্রিয়াংশু দাস ক্যারাটে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।২৭০০ প্রতিযোগীর মধ্যে সুন্দরবনের দরিদ্র ফল বিক্রেতার সন্তান প্রিয়াংশু টুর্ণামেন্টে সমস্ত প্রতিযোগিকে পিছনে ফেলে ক্যারাটে বিভাগের ‘ওপেন কাতা’য় দ্বিতীয় ,‘ওপেন ব্ল্যাকবেল্ট ফাইট’য়ে প্রথম, ‘ওপেন টীম ফাইট’য়ে চ্যাম্পিয়ান সহ মোট ছটি বিভাগে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পেয়ে প্রশংশিত রাজ্য সহ সমগ্র দেশে।
২০১৯ এর প্রতিযোগীতায় উল্লেখযোগ্য ভাবে পাঁচটি বিভাগে পুরষ্কার পাওয়ার পাশাপাশি ‘২০১৮-২০১৯’বর্ষের সেরা ছাত্র হিসাবে নির্বাচিত হয়ে পুরষ্কার ছিনিয়ে নেয়।২০২৩ এ কোয়েম্বাটুর এ জাতীয় ক্যারাটে প্রতিযোগীতায় কালারিপাই -২ বিভাগে ৪ টি গোল্ড মেডেল পায়।এছাড়াও একই বছর গোয়াতে মারদানী স্পোর্টস্ এ ২ টি গোল্ড মেডেল জয়লাভ করে।
সুন্দরবনের ক্যানিংয়ের ‘কিং ক্যারাটে ম্যান’ প্রিয়াংশুর এমন সাফল্যে খুশি ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর জয়েন্ট সেক্রেটারী তথা জাপান ক্যারাটে ইন্ডিয়া’র সভাপতি পরশ কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, ‘প্রিয়াংশু যেভাবে পরিশ্রম করে তার জন্য এমনই রেকর্ড প্রাপ্য। সেই রেকর্ড করতে পেরেছে জেনে খুব ভালো লাগছে।
প্রিয়াশু আমাদের বাংলার গর্ব এবং বাংলার ‘আইকন’।আমি আশাবাদী আগামীতে প্রিয়াশু ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস্ এবং গিনেস বুক অফ রেকর্ডস্ এ নাম তুলবেই।’উল্লেখ্য বিগত ২০১৯ এ প্রিয়াংশুর প্রতিভা দেখে আর্ন্তজাতিকস্তরের খ্যাত জাপানী ক্যারাটে ট্রেনার সেইজি নিশিমুরা(Seiko Nishimura) মন্তব্য করে বলেছিলেন “ছোট্ট প্রিয়াংশু আগামী দিনে অনেক বড় বড় আর্ন্তজাতিকস্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের সম্মানকে উচ্চশিখরে পৌঁছে দেবে সেদিক দিয়ে কোন সন্দেহ নেই”।
যদিও এমন সাফল্য সম্পর্কে কোন মন্তব্য করেননি প্রিয়াংশুর বাবা দীপঙ্কর দাস ও মা বনশ্রী দাস। এমনকি সুন্দরবনের ক্যানিংয়ের ‘কিং ক্যারাটে ম্যান’ ও কোন মন্তব্য করেনি এতো বড় সাফল্য পাওয়ার পর।তবে আন্তর্জাতিক স্তরে রেকর্ড কবে গড়বে পরিবারের একমাত্র ছেলে সেদিকে চাতকের মতো অধীর আপেক্ষায় তাকিয়ে ক্যানিংয়ের বিদ্যাধরী পাড়ার দাস পরিবার।
অন্যদিকে ক্যারাটে ডু এসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি প্রেমজিৎ সেন প্রিয়াংশুর এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করে জানিয়েছে, ‘প্রিয়াংশু আমাদের বাংলার গর্ব। আশাকরি আগামীতে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে শীর্ষস্থানে পৌঁছে যাবে।’