বড়সড় শিশুপাচার চক্রের হদিশ মিলল মুম্বইয়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে সন্তান জন্ম দিতে আসা গরিব মহিলাদের টার্গেট করত এই চক্রটি। সদ্যোজাত শিশু চুরি করে একাধিক দালালের মাধ্যমে সেই শিশুকে পাচার করা হত, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে।
পুলিশের দাবি, এই গ্যাং এখনও পর্যন্ত ১১ শিশুপুত্র ও ৩ সদ্যজাত কন্যাসন্তানকে বিক্রি করেছে। বিক্রি হওয়া শিশুদের বয়স ৫ দিন থেকে ৯ মাস পর্যন্ত। মুম্বইয়ে এমন একটি চক্র যে তৎপর হয়েছে খবর পেয়েই তৎপর হয় পুলিশ। রীতিমতো আটঘাট বেঁধে মাঠে নামে তারা।
এর পরই হাতেনাতে ধরা পড়ে পুরো চক্রটি।জানা গিয়েছে, শিশুদের বিক্রি করা দালাল-সহ মোট ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মূল পাণ্ডা ৩ জনকে হেফাজতে নিয়ে জজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।