রাজস্থান ও গুজরাট থেকে উদ্ধার হল ‘মিঁয়াও মিঁয়াও’ মাদক। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে। মাদকের সন্ধান পেয়েই তল্লাশি চালায় গুজরাট এটিএস ও এনসিবি। গুজরাটের পাশাপাশি রাজস্থানেও চালানো হয় তল্লাশি।
তিনটি ল্যাবরেটরিতে পাওয়া যায় মেফেড্রন। যার পরিচিত নাম ‘মিঁয়াও মিঁয়াও’। শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারও নানা জায়গায় তল্লাশি চালানো হয়। মোট ১৪৯ কেজি মেফেড্রন (গুঁড়ো ও তরল দুই আকারে) ছাড়াও ৫০ কেডি এফেড্রিন ও ২০০ লিটার অ্যাসিটোনও উদ্ধার করা হয়েছে তিনটি ল্যাবরেটরি থেকে।
গুজরাটের আমরেলিতে এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই রাসায়নিকগুলো কোথা থেকে এসেছে। কীভাবেই বা তা ছড়িয়ে পড়ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে।