বিশ্ব সমাচার, বারুইপুর : বাস ও লরির দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন প্রায় ২০ জন। ঘটনা ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার উত্তরভাগ চাণক্য পুরী এলাকায়। রবিবার রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম রহমান লস্কর (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দিক থেকে লরিটি বারুইপুরের দিকে আসছিল । চাণক্য পুরীর কাছে লরিটি আড়াইটে নাগাদ দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন লরির চালক। লরির সামনে বসেছিলেন রহমান। এমন সময় একটি যাত্রীবাহী বাস ক্যানিংয়ের দিক থেকে বারুইপুরের দিকে আসছিল।
হঠাৎই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। বাসের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়। তবে লরির খালাসি রহমান গুরুতর আহত হয়। তাঁকে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
সেখানেই রহমানের মৃত্যু হয়। পরে বারুইপুর থানার পুলিশ তার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।