রবিবার চলতি মরশুমে এই প্রথমবার টানা দুম্যাচে জয় পেলেন বিরাটরা। অন্যদিকে আরও কঠিন হয়ে গেল গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠার লড়াই। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ডু’প্লেসিস। প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহা আউট। পাওয়ার প্লে শেষ হতেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গিলও।
তার পর অবশ্য সাই সুদর্শন আর শাহরুখ খানের দুরন্ত ইনিংসে ২০০ রান পর্যন্ত পৌঁছে যায় গুজরাটের ইনিংস। আরসিবি বোলারদের মধ্যে এদিন নজর কাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রবল চাপের কারণে আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অজি তারকা।
এদিন প্রত্যাবর্তনেই তুলে নিলেন গিলের উইকেট।২০০ রানের টার্গেট এখন আইপিএলে জলভাত হয়ে গিয়েছে। সেই রান তুলতে আরসিবিকে একেবারেই কষ্ট করতে হল না। পাওয়ার প্লেতে ডু’প্লেসিস আউট হলেও আরসিবির ‘পাওয়ার’ দেখল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আরও একবার ৫০ রানের গণ্ডি পেরলেন বিরাট।
উলটো দিক থেকে পালটা মার দিলেন উইল জ্যাক্সও। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন। পূরণ করলেন নিজের সেঞ্চুরিও। ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ নিজের পকেটে পুরল আরসিবি।