ফের বড়সড় অস্বস্তিতে কংগ্রেস। আপের সাথে জোট মানতে না পেরে এবার দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি ।অরবিন্দর সিং লাভলি দীর্ঘদিনের কংগ্রেস নেতা। মাঝখানে ২০১৭ নাগাদ একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে।
আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসাবে পরিচিত লাভলি। লোকসভা ভোটের মুখে লাভলির পদত্যাগে দিল্লি কংগ্রেসে অচলাবস্থা তৈরি হতে পারে। খাড়গেকে লেখা চিঠিতে লাভলি সাফ বলছেন, “যে দলটার জন্মই হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো, মনগড়া অভিযোগ করে তাদের বিরুদ্ধে জোটে আপত্তি ছিল গোটা দিল্লি কংগ্রেস ইউনিটের।
কিন্তু সেটা সত্বেও দিল্লিতে আপের সঙ্গে জোট করা হল।” দলের প্রদেশ পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাভলি চিঠিতে বলেছেন, “এখন আমার কোনও কথাই গুরুত্ব পায় না। এমনকী দলের ব্লক সভাপতিদের নিয়োগেরও অনুমতি দেওয়া হয় না।”