সোমবার বিয়ে, রবিবার গায়ে হলুদ। তার আগে শনিবার নদীতে স্নানে গিয়ে তলিয়ে গেল যুবক। দুর্ঘটনাটি ঘটেছে, কল্যাণীর গঙ্গার চসরহাটি ঘাটে।ওই যুবকের নাম শালাল মণ্ডল (২৯)।বাড়ি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়ায়।
জানা গিয়েছে, শনিবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে কল্যাণীর চসরহাটি ভাগীরথী গঙ্গায় এসেছিলেন স্নান করতে। দুই বন্ধু উঠতে পারলেও সালাল জলের তোড়ে ভেসে যান। খবর পেয়ে ঘটনা আসে থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
ডুবে যাওয়া যুবক সালালের খোঁজ শুরু হয়েছে। তবে পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি।