Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeজেলাবিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপলাইন ঢোকানো হচ্ছে না, অভিযোগ গ্রামবাসীদের। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল শনিবার সকালে বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শিখড়বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকার প্রায় ১৫টি পরিবার বিজেপি সমর্থক।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

আর তাই তাদের এলাকাতে না ঢুকেছে ইলেকট্রিকের পোস্ট না হয়েছে রাস্তা। আর এবার প্রতিটা বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। সেই পানীয় জলের পাইপলাইন পর্যন্ত ওই এলাকায় ঢোকানো হবে না। কারণ পরিবারগুলি বিজেপি করে। তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমান জানার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

বিজেপি করা পরিবারগুলি তাই পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অবিলম্বে তাদের এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।এই ব্যাপারে ওই এলাকার পঞ্চায়েতের প্রধান জানান, বিজেপির পরিবার বলে সেই বাড়িতে জলের পাইপ ঢুকবে না, এমনটা নয়।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

জলের পাইপ যাচ্ছিল একটি জমির উপর দিয়ে। সেটা প্রাইভেট হওয়ায় সেই পাইপলাইনের কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যে ওই জমির মালিক কে, তা নিয়ে প্রধান একটা মিটিং করবেন। তারপর এই সমস্যা সমাধান করা হবে। প্রধান আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রত্যেকের বাড়িতেই পানীয় জলের লাইন দিতে হবে। তাই প্রত্যেকের বাড়িতেই পানীয় জলের লাইন যাবে।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকের বাড়িতে পানীয় জল দিতে হবে। ওই এলাকায় একটা জমির উপর দিয়ে জলের পাইপ যাওয়ায় জমির মালিক কাজ বন্ধ করে দেন ওই পঞ্চায়েতের প্রধান। উনি জমির মালিকের সঙ্গে বসবেন। কিছুদিন মধ্যে ওই কাজ আবার হবে আশা করছি।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

এই সম্বন্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, আমি এই সবে ব্যাপারটা শুনলাম। ১৫টি বিজেপি পরিবারকে বলব, আমাদের সঙ্গে যোগাযোগ করতে। কার ঘাড়ে ক’টা মাথা আছে যে পানীয় জলের লাইন বন্ধ করে দেবে! আমরা এটা নিয়ে লড়তে প্রস্তুত আছি।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন, আমি শুনেছি, শিখরবালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৫টি বিজেপি সমর্থক বাড়িতে পানীয় জলের পাইপলাইন ঢোকানো হচ্ছে না। এই নিয়ে শনিবার তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু এই পানীয় জলের প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ হাজার কোটি টাকা দিয়েছেন।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

তার মধ্যে পশ্চিমবাংলার সরকারকে ৫২০ কোটি টাকা দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে। কিন্তু শুধু বিজেপি করে বলে তাদের বাড়িতে পানীয় জল পৌঁছবে না, এটা হতে পারে না । প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রত্যেকের বাড়িতেই পানীয় জল দিতে হবে।

বিজেপি সমর্থক হওয়ায় পানীয় জল পাচ্ছেন না, অভিযোগ ঘিরে উত্তেজনা বারুইপুরে

পশ্চিমবাংলায় এখনও বিজেপি সরকারে আসতে পারেনি। কিন্তু আগামী দিনে আসবে। তবে পানীয় জল যাতে সব বাড়িতে পৌঁছায়, তার ব্যবস্থা করতে হবে এই সরকারকেই।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!