বান্টি মুখার্জি, বাসন্তী: ধারাবাহিক ভাবে চলছে গ্রীষ্মের দাবদাহ। কোথাও ৪০ ডিগ্রি আবার কোথাও বা ৩৯ ডিগ্রি। প্রখর রোদের তাপে গ্রামের খাল, বিল, পুকুরগুলি ফুটিফাটা। অন্যদিকে, জলস্তর অনেকাংশ নীচে নেমে যাওয়ায় গ্রামের কোথাও কোনও টিউবওয়েলে পানীয় জল উঠছে না।
অন্যান্য এলাকার মতো এমন চরম সমস্যার সম্মুখীন বাসন্তী ব্লকের হিরন্ময়পুর, দক্ষিণ মোকামবেড়িয়া, জয়গোপালপুর সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ। কোথাও আবার পুকুরের জলে তেষ্টা মেটাচ্ছেন গ্রামবাসীরা। এমন মর্মান্তিক খবর পেয়ে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার তড়িঘড়ি উদ্যোগ গ্রহণ করেন।
পিএইচই’র সঙ্গে কথা বলেন। অগত্যা পিএইচই পানীয় জল ড্রামে ভরে নিয়ে প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে দেন। শুধু পৌঁছে দিয়েই দায়ভার ঝেড়ে ফেলতে নারাজ বাসন্তীর বিডিও। তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত জলস্তর ঠিক না হচ্ছে, ততদিন গ্রামের মানুষের জন্য পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলবে।
গ্রামের মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেদিকটায় যথেষ্ট নজর দেওয়া হবে।অন্যদিকে, প্রবল দাবদাহের মধ্যে খোদ বিডিও’র উদ্যোগে বাড়ির কাছেই পানীয় জল পেয়ে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হিরন্ময়পুর, দক্ষিণ মোকামবেড়িয়া, জয়গোপালপুরের গ্রামবাসীরা।