বিশ্ব সমাচার, বারুইপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ শনিবার সকালে বারুইপুর কাছারি বাজার এবং পুরাতন বাজারে জনসংযোগে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, কাছারি বাজার থেকে তেলাপিয়া, চারাপোনা, কাঁকড়া, কচি পাঁঠা এবং পুরাতন বাজার থেকে ভেটকি মাছ, মাগুর মাছ সহ অন্যান্য মাছ কেনেন।
সুজন ভট্টাচার্য বলেছিলেন, যাদবপুর লালে লাল হয়ে যাবে। সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষ বলেন, ৩৪ বছরে সিপিএম এমন কাজ করেছে যে লাল কাপড়টা এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় বেশি। এখন বাজারে এসেছি আনন্দ করতে। লাল হবে না নীল হবে, সেসব পরে দেখা যাবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পুরসভার পৌরপ্রধান গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পুরসভার একাধিক পৌরপিতা, পৌরমাতারা।