শেখ শাহজাহানের গড়ে মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্রশস্ত্র। যা নিয়ে উত্তাল এখন রাজ্য রাজনীতি। এসবের মাঝে এবার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে চক্রান্ত বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই জনসভা থেকে সন্দেশখালিতে সিবিআই-এনএসজি অভিযান নিয়ে সরব হয়ে তিনি বলেন, ‘‘কেন মিথ্যা কথা বলে বিজেপি? কেন এখানে চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনআইএ, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ চলছে? পুরোটাই একতরফা ভাবে হয়। রাজ্য পুলিশকে কিছু জানানো হয় না। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে।
হয়তো ওরাই গাড়ি থেকে নিয়ে এসে দেখিয়েছে। কোনও প্রমাণ নেই।ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক বিজেপি-র। অর্থ ও পেশিশক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি।আজও আসার আগে আমাকে সন্দেশখালির একটা ছোট ঘটনার খবর পেলাম। ওখানে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত করে রেখেছিল। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে।
এটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না।’’ এই সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদিবাবু গরিবদের উপরে এত অত্যাচার করেন কেন? ওষুধ, রান্নার গ্যাস, আলু, পটল সবকিছুর দাম বেড়েছে৷
সবকিছুর দাম বাড়িয়েছেন, কিন্তু আপনার নিজের দামটাই তো কমে গিয়েছে৷ মানুষ তো আপনাকে আর বিশ্বাস করেন না৷দুই দফার নির্বাচনের পরেই ঘাবড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা বোঝা যাচ্ছে। বিজেপি কিছুতেই জিততে পারবে না।” মমতা বলেন, ‘‘আমরা অনেক বাড়ি তৈরি করে দিয়েছি। আরও বাড়ি করে দেব।
ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব। ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে মোদীর দাম কমেছে।’’ এদিন, এক্স হ্যান্ডেলেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছে, “বিজেপি-র ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না। সাধারণ মানুষের জয় অবশ্যম্ভাবী।”
অপরদিকে, বিজেপি-র সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পায় বা কাউকে নালিশ করে এরম কখনও শুনিনি। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ-হরিণ-জিরাফ-গন্ডারের কাছে নালিশ জানায় শুনিনি। বাঘ গর্জন করে। কারোর কাছে অভিযোগ করে না।
এটাই তো আমাদের জানা। এর থেকে প্রমাণ হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে। আতঙ্কিত। পরাজয় আসন্ন ওদের।” এবার আসানসোল থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।পরপর তিনবার লোকসভা ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
এর মধ্যে দু’বার জিতেছিলেন তিনি।মমতার দাবি, ‘‘শুনেছি আগের বার বিজেপি প্রার্থী টাকা দিয়ে জিতেছিলেন ভোটে। এ বারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।’’