বিশ্ব সমাচার, কাকদ্বীপ : শুধু নিজের লোকসভা কেন্দ্রের নয়, এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রেরও উন্নয়নের দায়িত্ব নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ মার্চ মথুরাপুর লোকসভা কেন্দ্রের ঢোলাহাট থানা সংলগ্ন মাঠে জনগর্জন সভায় তিনি একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
তিনি বলেছিলেন, “ডায়মন্ড হারবারের পাশের লোকসভা কেন্দ্র হল মথুরাপুর। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব তিনি এবার নিজের কাঁধে তুলে নিচ্ছেন।” তাঁর সেই বার্তা এবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র পরিষদের কর্মীরা।
প্রতিদিন পালা করে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে গিয়ে যুব ও ছাত্র পরিষদের কর্মীরা লিফলেট সহ সেই বার্তা প্রত্যেকের কাছে তুলে ধরছেন। এই দলে চারজন করে সক্রিয় কর্মী রয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, দুজন যুব, একজন মাদার ও একজন মহিলা কর্মী প্রতিটি দলে রয়েছেন।
তবে যুব ও ছাত্র পরিষদের কর্মীরা সাধারণ মানুষের কাছে মূলত ডায়মন্ড হারবারের উন্নয়নের দিক গুলিকে তুলে ধরছেন। আগামী দিনে মথুরাপুর লোকসভা কেন্দ্রও একইভাবে উন্নয়নের নিরিখে নতুন করে সেজে উঠবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা তাঁরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।
এ বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি ও মথুরাপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দেবাশীষ দাস বলেন, “যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিদিন পালা করে যুব ও ছাত্র পরিষদের কর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে তাঁরা কথা বলছেন। এমনকি তাঁদের সমস্যার কথা গুলিও তাঁরা লিখে রাখছেন। আগামী দিনে এলাকাবাসীর এই সমস্যার কথা গুলি লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরাও প্রচারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন।
খুব শীঘ্রই মহিলা কর্মীরা সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা তুলে ধরতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে এই লোকসভা কেন্দ্রে র্যালি করবেন। এই র্যালিতে প্রায় তিন হাজার মহিলা কর্মী অংশগ্রহণ করবেন।”